আমদানি বা Import (IRC) লাইসেন্স করতে খরচ কত?
বর্তমানে আমদানী লিমিটের ভিত্তিতে ৮ শ্রেণির ইমপোর্ট লাইসেন্স রয়েছে। উল্লেখ্য যে, লিমিট যে কোন সময় বাড়ানো যায়। যেমন আপনি ৫ লাখ টাকা লিমিটের ইমপোর্ট বা IRC লাইসেন্স করেছেন কিন্তু বছর শেষ হওয়ার আগেই লিমিট শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে অবশিষ্ট ফি জমা দিয়ে যে কোন সময় লিমিট যা ছিলো তা বাড়ানো যাবে।
নতুন Import License করতে কি কি কাগজ-পত্র লাগবে?
ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হলে (প্রোপাইটরশিপ)
৪) ব্যক্তি মালিকের নিচের ইনফর্মেশন গুলো লাগবে
A. টিন সার্টিফিকেট (eTIn Certificate)
B. ছবি (Photo)
C. এন আইডি (NID)
D. ভ্যাট রেজিঃ সার্টিফিকেট ( Bin Certificate )
E. Last Year Income Tax Acknowledgment
লিমিটেড কোম্পানি হইলে ( Limited )
১) আপডেট ট্রেড লাইসেন্স (ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ অবশ্যই আমদানী-রপ্তানী উল্লেখ থাকতে হবে এবং ব্যাংক ঠিকানার সাথে ট্রেড লাইসেন্সের ঠিকানার মিল থাকতে হবে)
২) যে কোন চেম্বার অফ কমার্স বা Association এর Membership Certificate (যদি মেম্বারশীপ না থাকে তাহলে নতুন নিতে ৫০০০/- টাকা অতিরিক্ত খরচ হবে।)
৩) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৪) কোম্পানির টিন সার্টিফিকেট (eTIn Certificate)
৫) ভ্যাট রেজিঃ সার্টিফিকেট ( Bin Certificate)
৬) Last Year Income Tax Acknowledgment (যদি থাকে)
৭) RJSC Certificate (নিচের গুলো)
1: Incorporation Certificate
2: Memorandum of Association
3: Articles of Association
4: From XII
৮) সব পরিচালকদের নিচের ইনফর্মেশন গুলো লাগবে
A. টিন সার্টিফিকেট (eTIn Certificate)
B. ছবি (Photo)
C. এন আইডি (NID)
D. ঠিকানা ( Address )
পার্টনারশিপ ফার্ম হইলে
১) আপডেট ট্রেড লাইসেন্স (ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ অবশ্যই আমদানী-রপ্তানী উল্লেখ থাকতে হবে এবং ব্যাংক ঠিকানার সাথে ট্রেড লাইসেন্সের ঠিকানার মিল থাকতে হবে)
২) যে কোন চেম্বার অফ কমার্স বা Association এর Membership Certificate (যদি মেম্বারশীপ না থাকে তাহলে নতুন নিতে ৫০০০/- টাকা অতিরিক্ত খরচ হবে।)
৩) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৪) টিন সার্টিফিকেট (eTIn Certificate)
৫) ভ্যাট রেজিঃ ( Bin Certificate )
৬) পার্টনারশিপ এগ্রিমেন্টের কপি
৭) সব পার্টনারদের নিচের ইনফর্মেশন গুলো লাগবে
A. টিন সার্টিফিকেট (eTIn Certificate)
B. ছবি (Photo)
C. এন আইডি (NID)
D. ঠিকানা ( Address )
নতুন ইমপোর্ট লাইসেন্স (IRC) করতে খরচ কত?
শ্রেণী-১: বছরের ৫ লক্ষ টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-২: বছরের ২৫ লক্ষ টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৩: বছরের ৫০ লক্ষ টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৪: বছরের ১ কোটি টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৫: বছরের ৫ কোটি টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৬: বছরের ২০ কোটি টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৭: বছরের ৫০ কোটি টাকা পর্যন্ত লিমিটি
শ্রেণী-৮: বছরের ৫০ কোটির উপরে আনলিমিটেড লিমিটি
প্রশ্ন উত্তর
প্রশ্ন: Membership Certificate কি?
প্রশ্ন: ইমপোর্ট লিমিট শেষ হয়ে গেলে কি করা যাবে?
প্রশ্ন: বাংলাদেশে যে কোন জায়গা থেকে আবেদন করা যাবে?
প্রশ্ন: ইমপোর্ট লাইসেন্স দিয়ে কি যে কোন দেশ থেকে যে কোন পণ্য আনতে পারবো?
প্রশ্ন: ইমপোর্ট লাইসেন্স কত প্রকার?
উত্তর: সাধারণভাবে ইমপোর্ট লাইসেন্স ৩ প্রকার
(১) বাণিজ্যিক (২) শিল্প এবং (৩) বহুজাতিক
(১) বাণিজ্যিক IRC: আমরা সাধারণত যে লাইসেন্সে পণ্য আমদানি করি তা বাণিজ্যিক IRC.
(২) শিল্প IRC: শিল্প IRC হচ্ছে তাদের জন্য যাদের ফ্যাক্টরি সেটআপ আছে এবং ক্যাপিটাল মেশিনারি আনতে হয়। এক্ষেত্রে আমদানি শুল্ক কম হয়। তবে শিল্প IRC বিনিয়োগ বোর্ডের সুপারিশ প্রয়োজন হয় এবং এটা একটি জটিল প্রক্রিয়া।
(৩) বহুজাতিক IRC: যদি কোন কোম্পানিতে কোন শেয়ার হোল্ডার বিদেশী থাকে তাহলে বহুজাতিক IRC এর জন্য আবেদন করতে হয়।