ট্রেড মার্ক হলো এমন একটি স্বাতন্ত্র্যসূচক নাম বা চিহ্ন বা প্রতিক যা একটি কোম্পানীর পণ্যকে অন্য যে কোন কোম্পানীর পণ্য থেকে পৃথক করে একটি স্বতন্ত্র পণ্য বা সেবা হিসাবে পরিচিতি লাভ করতে সহযোগীতা করে ।

পাইরেসি, Stratup এর জন্য একটি আতঙ্কের নাম!আপনি মেধা ও শ্রম দিয়ে আপনার ব্র্যান্ডকে গড়ে তুলছেন, আর অন্য কেউ আপনার ব্র্যান্ড নাম বা লগো নকল করে ব্যবসা শুরু করছে।আবার অনলাইন ব্যবসায়ীরা প্রায়ই যে সমস্যাটায় পড়ে তা হচ্ছে, একই বা কাছাকাছি নামের ফেসবুক পেজ খুলে প্রতারণা করে অনেকে।

এর থেকে নিজের ব্যবসাকে রক্ষা করার উপায় হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করুন।সহজ ভাষায়, ট্রেডমার্ক হল একটি অনন্য প্রতীক বা শব্দ যা কোনও ব্যবসার বা এর পণ্য বা সেবার প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। একবার নিবন্ধিত হয়ে গেলে, একই চিহ্ন বা সিরিজের শব্দ অন্য কোন প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না, যতক্ষণ না এটি ব্যবহারে থাকে এবং যথাযথ কাগজপত্র এবং ফি প্রদান করা হয়।লগো বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কেনো এত গুরুত্তপূর্ণ?প্রথমত, অন্য কেউ আপনার মত ট্রেডমার্ক ব্যবহার করে নিম্নমানের পণ্য বা সেবা বাজারজাত করলে আপনি আইনগত ব্যবস্হা নিতে পারবেন, ফলে আপনার ব্যবসার সুনামের ক্ষতি হবে না।

 

আপনি অনেক পরিশ্রমের বিনিময়ে আপনার পণ্যের বা সেবার সুনাম বা আপনার পন্য বা সেবার ব্র্যান্ড ভ্যালু তৈরী করার পর, আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে অবহেলার কারণে আরেকজন আপনার ট্রেডমার্ক আপনার অজ্ঞাতসারে রেজিস্ট্রেশন করে নিতে পারে।তখন আপনি আর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এছাড়াও ফেসবুকে কেউ আপনার পেজের নাম কপি করে পেজ খুলে ব্যবসা শুরু করলে, আপনি ফেসবুকে সেই পেজের নামে Trademark Violation Report করতে পারবেন যদি আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা থ্যাকে।তাই আর দেরি না করে এখনই আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার ব্যাপারে সচেতন হোন। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের ব্যাপারে যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

 

বি:দ্র: আমরা কাজের শুরুতে কোনো 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞 𝐏𝐚𝐲𝐦𝐞𝐧𝐭 নেইনা, আমাদের কাজ শেষ হবার পরে আপনি আপনার সব পেপার্স চেক করার পরেই আমাদের পেমেন্ট করবেন। ধন্যবাদসর্বদা সেবা পেতে👌

☎️ +8801974956907 (𝒘𝒉𝒂𝒕𝒔𝒂𝒑𝒑)

📧 ceo.ebusiness@gmail.com